৪ জুন : উত্তরপ্রদেশের বিশিষ্ট উর্দু কবি ইমরান প্রতাপগড়িকে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তিনি কংগ্রেস নেতা নাদিম জাভেদের স্থলাভিষিক্ত হয়েছেন। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার বিভিন্ন পদে নিযুক্তি দেন। দলে ৪ জনকে সচিব পদেও এদিন নিযুক্তি দিয়েছেন সোনিয়া। পাশাপাশি একজন সচিবকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, চার সচিবের মধ্যে সপ্তগিরি শঙ্কর ওলাকাকে ছত্তিসগড়ের ইনচার্জ সেক্রেটারি হিসেবে সংযুক্ত করা হয়েছে। উত্তরাখণ্ডের সচিব হয়েছেন দীপিকা পাণ্ডে সিং। একইভাবে দিল্লির ইমরান মাসউদ এবং বিহারের দলীয় সচিব হয়েছেন ব্রিজলাল খবরি। অন্যদিকে, সঞ্জয় দত্তকে তামিলনাড়ু ও পুডুচেরির সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরিবর্তে তাঁকে হিমাচল প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। ইমরান মাসউদ ও ব্রিজলাল খবরি ইউপি’র বাসিন্দা। দীপিকা পাণ্ডে সিং ঝাড়খন্ডের। এছাড়া প্রতাপগড়ি দলের তারকা প্রচারক। লোকসভা নির্বাচনে মুরাদাবাদ আসন থেকে লড়েও ছিলেন। তবে জিততে পারেননি।
উল্লেখ্য, পাঁচটি রাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনের পরাজয়ের কারণ বিশ্লেষণের জন্য গঠিত কমিটি সোনিয়া গান্ধীর কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপরই দলে এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরো দেখুন : আগামী সপ্তাহেই স্বাক্ষরিত হবে কাৰ্বি শান্তি চুক্তি : হিমন্ত বিশ্ব শৰ্মা