গুয়াহাটি, ৬ জুন : কাজিরাঙা ন্যাশনাল পার্কে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়। পুরুষ রয়েল বেঙ্গল টাইগারটির দেহ শনিবার দুপুরের দিকে পড়ে থাকতে দেখে একটি টহলদারি দল। জাতীয় উদ্যানের সিধা কাঠোনি থেকে সেটি উদ্ধার করা হয়।
পার্কের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, বাঘটির ৪ বছর বয়স হয়েছিল। অন্য বাঘেদের সঙ্গে লড়াইয়ের জেরে তার মৃত্যু হয়েছে বলে টাইম৮-এর খবরে জানা গিয়েছে। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়মানুসারে মৃত রয়েল বেঙ্গল টাইগারটির দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের গাইড লাইন মেনে পরে মৃতদেহটির সৎকার হয়েছে।

পার্কের অধিকর্তা পি শিবকুমার টাইম৮-কে জানিয়েছেন, কাজিরাঙা ন্যাশনাল পার্কে এই মুহূর্তে ১২১টি বাঘ রয়েছে। কাজিরাঙায় বাঘের মৃতদেহ উদ্ধার এই প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসে কাজিরাঙা রেঞ্জে একটি চার মাসের বাঘের (স্ত্রী) মৃতদেহ উদ্ধার হয়। তাজেঙ্গ অ্যান্টি-পোচিং ক্যাম্পের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেন। এক্ষেত্রেও বাঘের মৃত্যুর কারণ প্রাণীদের নিজেদের মধ্যে লড়াই বলে জানিয়েছিলেন কাজিরাঙা ন্যাশনাল পার্কের অধিকর্তা।
এছাড়াও তিনি জানান, সিনিয়র আধিকারিক, ভেটেরিনারিয়ান এনজিও, জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাধারণ পর্যবেক্ষণ এবং ময়নাতদন্তে দেখা গিয়েছে, ঘাড়ে একাধিক দাগ এবং পাঁজর ভাঙা রয়েছে। এছাড়া ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহের পর মৃতদেহটি পুড়িয়ে দেওয়া হয়।
আরো দেখুন : পাথারকান্দির জঙ্গলে ঘাঁটি গেড়েছে রোহিঙ্গা শরণার্থীরা : বিধায়ক কৃষ্ণেন্দু