35 C
Guwahati
Sunday, June 4, 2023
More

    আসছে তৃতীয় ঢেউ, এবার শিশুদের জন্য শুরু কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

    আসছে তৃতীয় ঢেউ, এবার শিশুদের জন্য শুরু কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

    নয়াদিল্লি, ৭ জুন : করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এখন থেকেই জোর প্রস্তুতি শুরু হয়েছে দেশে। গণ টিকাকরণই যেহেতু একমাত্র পথ, তাই এবার শিশুদের টিকা তৈরিতে মনোনিবেশ করেছে কেন্দ্র। সোমবার থেকে দিল্লির এইমসে শিশুদের কোভ্যাক্সিন ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল নেওয়ার জন্য শিশুদের বাছাই চলছে। ২-১৮ বছর বয়সিদের মধ্যে ভারত বায়োটেকের তৈরি এই কোভ্যাক্সিন কতটা উপযোগী সেই বিষয়টি দেখা হবে। যদিও করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ঙ্কর। যেখানে কমবয়সিরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আর তৃতীয় ঢেউ হবে আরও মারাত্মক।

    যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। দেশে এখনও পর্যন্ত তিনটি টিকা ব্যবহার করা হচ্ছে। তবে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সকলেই টিকা নিতে পারবে এমনটাই জানানো হয়েছে। শিশুদের ওপর ট্রায়াল দিতে আগেই কেন্দ্র ছাড়পত্র দিয়েছেন। সোমবার থেকে সেইমত শুরু হল ট্রায়াল। পাটনার এইমস-এও শুরু হয়েছে ট্রায়াল।

    প্রসঙ্গত, কানাডা, আমেরিকায় ১২ থেকে ১৮ বছর বয়সিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ব্রিটেনে এই মাস থেকেই দেওয়া শুরু হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশেও শিশুদের টিকা দেওয়া শুরু হবে শীঘ্রই।

    আরো দেখুন : দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ পাকিস্তানে, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩৬

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং