শিলচর, ৮ মার্চ : মোবাইল সিমের বিপরীতে কেওয়াইসি আপলোড করার নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের ঘটনা ইদানিং বেড়ে গেছে ব্যাপক হারে। এবার এমন প্রতারণার শিকার হলেন শিলচর জিসি কলেজের এক শিক্ষক। তার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৩৫ হাজারেরও বেশি টাকা থেকে।
জানা গেছে, কেওয়াইসি আপলোড করার জন্য প্রতারক ফোন করে শিক্ষককে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেছিল। তিনি অ্যাপ ডাউনলোড করার পর তাকে ফি হিসেবে নেট ব্যাঙ্কিং মারফত ১০ টাকা জমা দিতে বলে। তা করতে গিয়েই তিনি ফেঁসে যান প্রতারকের জালে। তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ৩৫ হাজার ৪৯০ টাকা। এ নিয়ে তিনি সদর থানায় দায়ের করেছেন এজাহার।
আরো দেখুন : ভুবনতীর্থের পাহাড় চূড়ায় পৌঁছল গাড়ি, পুজো দিলেন পরিমল