আগামী সপ্তাহে কাৰ্বি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন অসমের মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা। বৃহস্পতিবার নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক দম্মেলনে তিনি এই কথা জানান।
এ ব্যাপারে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব আরও বলেন, ‘সংশ্লিষ্ট গোষ্টীগুলির সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। তাই কাৰ্বি শান্তি চুক্তি আগামী সপ্তাহের যে কোনও দিন স্বাক্ষরিত হতে পারে’।
মুখ্যমন্ত্ৰী হিমন্ত বলেন, নতুন দিল্লি সফরে তিনি কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র সচিব এবং গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর কথায়, ‘অসম সরকারও ইতিমধ্যে এই চুক্তি স্বাক্ষর করতে সন্মতি দিয়েছে’। উল্লেখ্য, গত ফেব্ৰুয়ারিতে কাৰ্বি বিদ্ৰোহী সংগঠনগুলি অস্ত্ৰ-শস্ত্ৰ সমর্পণ করে মূল স্রোতে ফিরে আসে। এখন কেন্দ্ৰীয় সরকার এবং অসম সরকারের সঙ্গে তারা কাৰ্বি চুক্তি স্বাক্ষর করবে।
আরো দেখুন : গুয়াহাটিতে কাৰ্ফুর মধ্যে বিজেপি নেতার সাইকেল-বিহার, বাধা দেওয়ায় চাকরি গেল SI-র