অসমে ১৫ জুন থেকে জেলাভিত্তিক লকডাউন প্রত্যাহার হচ্ছে : মুখ্যমন্ত্ৰী
গুয়াহাটি, ১০ জুন : অসমে কোভিড পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। তাই সরকারি নিষেধাজ্ঞা ক্রমশ শিথিল করা হচ্ছে। এবার রাজ্যে চলমান মিনি লকডাউন প্রত্যাহারের কথা ভাবছে রাজ্য সরকার। জেলাভিত্তিক লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা।
বৃহস্পতিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে কোভিড হাসপাতাল উদ্বোধন করে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্ৰী এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য করেন। তিনি বলেন, জেলাভিত্তিক কোভিড পরিস্থিতির ওপর নিৰ্ভর করেই এবার লকডাউন তুলে নেওয়া হবে। যে যে জেলায় কোভিড আক্ৰান্তের সংখ্যা অধিক বা কোভিড পজিটিভিটির হার বেশি সেই জেলায় লকডাউন থাকবে। আর যে সব জেলার পরিস্থিতি ভাল সেখানে লকডাউন তুলে নেওয়া হবে। সম্পূৰ্ণ রাজ্যে একসঙ্গে আনলক করা হবে না।
আরো দেখুন : সরুসজাই স্টেডিয়ামে ৩০০ শয্যার অস্থায়ী কোভিড হাসপাতালের উদ্বোধন