36 C
Guwahati
Tuesday, June 6, 2023
More

    ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণ, রাজ্যে শীর্ষ স্থানে ফের কাছাড় জেলা

    শিলচর, ৬ জুন : রাজ্য সরকার আনলক পর্যায় ঘোষণার পরও কোভিড পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। শনিবার কাছাড়ে ৩৫৩ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ । যা রাজ্যের জেলাভিত্তিক দৈনিক সংক্রমণ র ক্ষেত্রে সবচেয়ে বেশি। এর পাশাপাশি ৪ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার কাছাড়ে নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল ৩১৭ জনের। শুক্রবারের তুলনায় শনিবার তা বেড়ে ৩৫৩ হয়ে পৌঁছে গেছে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে। 

    হেলথ মিশন এর পরিসংখ্যান অনুযায়ী এদিন সংক্রমণের ক্ষেত্রে কাছাড়ের পর স্থানে রয়েছে কামরূপ (মেট্রো), ওই জেলায় এদিন নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে-২৭৬ জনের। এরপর তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় (২৭৩)।

    স্বাস্থ্যবিভাগের সূত্রে জানা গেছে এ দিন  কাছাড়ে যে ৩৫৩ জনের ‌নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে এদের নিয়ে বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৩২৮১ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৮০০ এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮১জন।

    এদিকে যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে ২জন খুলিছড়ার সুজিত বর্মন (৬৫) এবং দর্মিখালের কানাইলাল লোহার (৮৫)- এর মৃত্যু ঘটেছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্য ২ রোগীর মৃত্যু ঘটেছে শিলচরের অন্য এক হাসপাতালে। এর মধ্যে একজনের নাম সুভদ্রা ভাগলারি বলে জানা গেছে।

    আরো দেখুন : নাগরিকত্ব আইনের বিধি প্রণয়নের সময় তিন মাস বেড়ে ৯ অক্টোবর

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং