শিলচর, ২৬সেপ্টেম্বর : কোভিড পরিস্থিতির জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চল্লিশ শয্যার আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। শনিবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়, বিধায়ক দিলীপকুমার পাল, বিধায়ক অমরচাঁদ জৈন সহ সকল বিধায়ক, সাংসদ, জেলা বিজেপির কর্মকর্তা সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। আইসিইউ ওয়ার্ড উদ্বোধন উপলক্ষে এক সভারও আয়োজন করা হয়। এতে মন্ত্রী হিমন্ত বক্তব্য রাখেন।