১৪ এপ্রিল : করোনা আবহে এবার বাতিল হল সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা। সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগামী ৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিত রাখার দাবি উঠেছিল নানা মহল থেকে। সেই ব্যাপারেই আলোচনার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও শিক্ষামন্ত্রকের শীর্ষ অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন কোভিড পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও প্রাপ্ত খবরে জানানো হয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিতের আবেদন করেছিলেন। তিনি সারাদেশে কোভিড-১৯-এর ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে সিবিএসই পরীক্ষার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আর্জি জানান। তার পরেই এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো দেখুন : যুবতীর পেটে ১০ কেজি ওজনের টিউমার, সফল অস্ত্রোপচার শিলচরে