সরুসজাই স্টেডিয়ামে ৩০০ শয্যার অস্থায়ী কোভিড হাসপাতালের উদ্বোধন
গুয়াহাটি, ১০ জুন : কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। করোনার তৃতীয় ঢেউয়ের কথা চিন্তা করে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। সেই লক্ষ্যে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে নিৰ্মাণ করা হয়েছে ৩০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা এই নয়া হাসপাতালের উদ্বোধন করেছেন।
এই অস্থায়ী কোভিড হাসপাতালটি জিএমসিএইচ-এর সঙ্গে সংযুক্ত থাকবে বলে জানা গেছে। ৩০০ শয্যার মধ্যে ১০০টি হল আইসিইউ এবং ২০০টি শয্যা অক্সিজেনের সুবিধাযুক্ত শয্যা।

এই নয়া কোভিড হাসপাতালে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১২০ জন নার্স এবং ৩০ জন সাধারণ চিকিৎসক চিকিৎসা কাৰ্যত জড়িত থাকবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
DRDO-এর সহযোগিতায় স্থাপন করা হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
আরো দেখুন : করোনা সংক্রমণের হার কমছে, আক্রান্তের ৫৯ শতাংশই পুরুষ