আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা বাতিল, মূল্যায়নে কমিটি
শিলচর, ৫ জুন : কোভিডের দ্বিতীয় হানার জেরে মাঝপথেই পরীক্ষা বন্ধ হয়ে গেছিল। এবার কলেজের বাকি থাকা সেমিস্টার পরীক্ষা বাতিল করার কথাই জানানো হল আসাম বিশ্ববিদ্যালয়ের তরফে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন, স্নাতক স্তরের সিবিসিএস পড়ুয়াদের বাকি থাকা পরীক্ষা বাতিল করা হয়েছে। কীভাবে ওই পরীক্ষাগুলির মূল্যায়ন করা হবে, তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে। কমিটির রিপোর্টের অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ কিছু বিষয়ের প্রাক্টিক্যাল পরীক্ষাও বাকি রয়েছে। সেগুলির পরিবর্তে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে পড়ুয়াদের। তার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।
তবে নন-সিবিসিএস পড়ুয়াদের বাকি থাকা পরীক্ষা বাতিল হয়নি। কোভিড পরিস্থিতির উন্নতি ঘটলে তাদের পরীক্ষা নেওয়া হতে পারে। এ বিষয়েও বিশেষজ্ঞ কমিটি বিস্তারিত নির্দেশিকা দেবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে গ্রীষ্মের বন্ধ। পড়ুয়াদের শৈক্ষিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামি ১ জুলাই থেকে নূতন সেমিস্টারের পঠনপাঠন অনলাইন মাধ্যমে শুরু হবে।
আরো দেখুন : উদালি কাণ্ডে রাজ্য সরকারের কাছ রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন