গুয়াহাটি, ৪ জুনঃ নিজেই নিজেকে নিরাপত্তা দেন তিনি। হাতে লাঠি নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন এই চিকিৎসক। হোজাইতে ডাঃ সেউজ কুমার সেনাপতির ওপর সংগঠিত বর্বরোচিত আক্ৰমণের পর এভাবেই দেখা গেল অসমের একজন চিকিৎসককে।
নিজের নিরাপত্তার পথ নিজেই বেছে নেওয়া এই ডাক্তার হলেন নগাওঁ জেলার ভোগেশ্বরি ফুকন অসামরিক হাসপাতালের বরিষ্ঠ চিকিৎসক দেবেন বরা। হাতে সবসময় লাঠি নিয়েই তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। দিনভর দেখছেন একের পর এক রোগী। তাঁর এই ভূমিকা ইতিমধ্যে প্রশংসা লাভ করেছে।
আরো দেখুন : রিপোর্ট পজিটিভ, বরাকে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী এখনও বিপদমুক্ত