শিলচর, ৭ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প জল জীবন মিশনের অধীনে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল সরবরাহ করার কাজ আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রী রিহন দৈমারি। জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক পর্যালোচনা সভায় বক্তব্য প্রদান কালে তিনি একথা বলেন। আগামী ৩১ মার্চের মধ্যে প্রকল্পটির কাজ শেষ না করতে পারলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দ্বিতীয় কিস্তি পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জল জীবন মিশনের গুরুত্বের উপর গুরুত্ব প্রদান করেন এবং চলতি জল সরবরাহ প্রকল্পগুলির কাজ সম্পন্ন করে ৩১ মার্চের মধ্যে সম্পন্ন হওয়া প্রকল্পটির পুনর্নির্মাণের মাধ্যমে বিভাগীয় অভিযন্তাদের মিশন মোডে কাজ করার জন্য এবং পানীয় জলের নল সংযোগের লক্ষ্য অর্জনের জন্য বলেন।তিনি জেলার সকল বিধায়ককে এ কাজে বিভাগের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেন যাতে কোনও সমস্যা দেখা দিলে তাদের সহযোগিতায় তার সমাধান করা যায়। মন্ত্রী বলেন, এটি একটি প্রধান কর্মসূচি হওয়ায় জল জীবন মিশন প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় সরকার। কর্মীর স্বল্পতা কাটিয়ে উঠতে প্রতিটি বিভাগে খুব শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
আরো দেখুন : জিরিবামে বাঙালি গ্রামের নাম পরিবর্তনের প্রতিবাদ স্থানীয় বিধায়ক আসাবের