অসমে কংগ্রেস দল বিজেপির মোকাবিলা করতে মহাজোট গঠনের ডাক দিয়েছে।এআইইউডিএফ, অখিল গগৈর দল, অজিত ভুঁইয়ার নব গঠিত দল সহ আসুকেও মহাজোটে সামিল হতে কংগ্রেস দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহাজোট গঠন হলে বরাকের পনেরোটি আসনের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত সাতটি আসন আজমলের দলের তরফে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা।বরাকে নিজেদের দখলে থাকা বদরপুর ও মধ্য হাইলাকান্দি আসন কংগ্রেস-এআইইউডিএফের মধ্যে রদবদল হওয়ার সম্ভাবনা। কংগ্রেস আজমলের দলের দখলে থাকা মধ্য হাইলাকান্দি আসন যেমন চাইতে পারে। ঠিক তদ্রুপ ভাবে নিজেদের দখলে থাকা বদরপুর আসন আজমলের হাতে তুলে দেওয়ার প্রবল সম্ভাবনা । তাছাড়া দক্ষিন করিমগঞ্জ, কাটিগড়া, সোনাই, কাটলিছড়া, আলগাপুর আসন দাবি করার সম্ভাবনা প্রবল। কংগ্রেস রাতাবাড়ি,পাথারকান্দি, উত্তর করিমগঞ্জ, শিলচর, লক্ষীপুর, উধারবন্দ, বড়খলা, ধলাইয়ে লড়াইয়ের সম্ভাবনা। গত বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কংগ্রেস এআইইউডিএফের নিজেদের দখলে থাকা ৩৯টি আসন ছাড়া যৌথ ভাবে ১৮টি আসনে বিজেপি থেকে তারা এগিয়ে ছিল। রাজ্যের ১ নম্বর আসন রাতাবাড়ি যে বিজেপি পেয়েছিল ৫৩৯৭৫।আর কংগ্রেস-এআইইউডিএফ এর ভোট ছিল ৫৩৩৭৫। বড়খলা আসনে বিজেপি পেয়েছিল ৩৬৪৮২ ভোট, এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৬২৪৩৭ ভোট।কাটিগড়া বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৫৯৭৩৬টি এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৬৭৩৭৪ ভোট। পাথারকান্দি বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৪৬৫৪৪ ভোট। কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল৬৯৩২৪ ভোট।উদারবন্দ আসনে বিজেপি পেয়েছিল ৫৪২০৪ এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৫৪৩১৩ ভোট।সোনাই বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৪৪২৩৬ ভোট। এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৬৮৪৯২ ভোট।মঙ্গলদৈ আসনে বিজেপি পেয়েছিল ৭৩৪২৩ ভোট। আর কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৯৯ ৭৯৫ ভোট।গোসাইগাও বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৪৫৫১৭ ভোট আর কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৭১৬৬৫ ভোট।বিলাশিপাড়া পুর্ব বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৫৯২০৬ এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৯৭৩২৩ ভোট।গোলকগঞ্জ বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৭৪৬৪৪ ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৮৫০৯৫ ভোট।বরপেটা আসনে বিজেপি জোট পেয়েছিল ৬৩৫৬৩ ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৯৫৪৫০ ভোট।সরভুগ বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৫৬৫৫৪ ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৮৩৫১৪ভোট।বরছলা বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৫৩৯১৩ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৫৪০৫১ ভোট। বটদ্রবা বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল৪৬৩৪৩ ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল৭৩৪৮০ ভোট। বরক্ষেত্রী বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল৬৯২২৩ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৭০৫৬০ ভোট।গোসাইগাও বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল৪৫৫১৭ ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৭২৬৬৩ভোট।রহা বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৭৬৯৪১ এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৮২৬৩৪ ভোট। নওগাঁ বিধানসভা আসনে বিজেপি পেয়েছিল ৬৬৬০৭ ভোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট পেয়েছিল ৭১৪৮০ ভোট। কংগ্রেস মহাজোট গঠিত হলে নিশ্চিত ভাবে শাসক দলের দখলে থাকা ওই ১৮টি আসনে বিজেপির পক্ষে বিপদের আশংকা থেকে যাচ্ছে। তবে সময় অবশ্য বলে দেবে মহাজোট শাসক দল বিজেপির কাছে কতটুকু কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে জোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিদ্রোহ দেখা দেওয়ায় সম্ভাবনা রয়েছে।এই বিদ্রোহ শাসক দলের কাছে সুখের খবরও নিয়ে আসতে পারে।