গুয়াহাটি, ১৬ নভেম্বরঃ দীর্ঘ ১৭২ দিন পর বাঘজান গ্যাস কূপের আগুন নিভেছে। রবিবার অয়েল ইন্ডিয়া লিমিটেড(ওআইএল)জানায়, ৬ মাসের চেষ্টার পর অবশেষে অসমের বাঘজান গ্যাস কূপের আগুন নিভছে।সামুদ্রিক দ্রবণ দিয়ে অবশেষে কূপটিকে বন্ধ করা সম্ভব হয়েছে।এখন কূপটি নিয়ন্ত্রণের মধ্যে আছে।কূপের মধ্যে আর কোনও চাপ নেই। আগামী ২৪ ঘণ্টা এটিতে নজর রাখা হবে। অয়েল ইন্ডিয়া এক বিবৃতিতে এ কথা উল্লেখ করে জানিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ জুড়ে গ্যাস কূপ থেকে আগুন জ্বলছিল।সব ধরণের চেষ্টার পর বিদেশি বিভিন্ন সংস্থা কূপটির আগুন নেভানোর কাজে নামে। পরে কানাডার একটি বিশেষজ্ঞ দল আগুন নেভাতে সক্ষম হয়।জাতীয় গ্রীন ট্রাইবুন্যাল প্যানেল আগেই বলেছিল, সংস্থাটি প্রাকৃতিক গ্যাসের কূপে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কাজ চালিয়েছে। তার ফলেই বাঘজানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওআইএল-এর বিরুদ্ধে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন থেকে তিনসুকিয়া জেলার বাঘজানের গ্যাস কূপটিতে আগুন জ্বলছে।প্রথম দিনেই আগুনে ২ জন দমকলকর্মী নিহত হন। গত সেপ্টেম্বরে একজন ইঞ্জিনিয়ার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। ৩ জনের জীবন চলে যাওয়ার পাশাপাশি এক ডজনেরও বেশি বাড়ি আগুনে পুড়ে যায়। কয়েক হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হন এবং তারা মাসের পর মাস অস্থায়ী শিবিরে রয়েছেন।এরপর গত ৪ নভেম্বর কানাডার বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে নামে।