নয়াদিল্লি, ২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকী উদযাপন করছে গোটা দেশ। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে বাপুর নীতি ও তাঁর সত্য ও অহিংসার পথ অনুসরণ করার প্রতিশ্রুতি নিতে বলেন। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লেখেন, আসুন আমরা সবাই আবার গান্ধী জয়ন্তী উপলক্ষে সংকল্প করি, আমরা সত্য ও অহিংসার পথ অনুসরণ করে সর্বদা জাতির কল্যাণ ও অগ্রগতির বিষয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাব। পরিচ্ছন্ন, সমৃদ্ধ, শক্তিশালী এবং অন্তর্ভুক্ত ভারত তৈরির মাধ্যমে গান্ধীজীর স্বপ্নগুলি বাস্তবায়িত করার কথা বলেন রাষ্ট্রপতি।
টুইটারে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শুক্রবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, গান্ধীজয়ন্তীতে আমাদের প্রিয় বাপুকে প্রণাম। গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। সমৃদ্ধ ও করুণাময় ভারত নির্মাণে বাপুর আদর্শ আমাদের এগিয়ে চলতে সহায়তা করুক। গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালেই রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও জাতির জনককে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ অন্যান্য বিরোধী নেতারাও বাপুকে শ্রদ্ধা জানান।