গুয়াহাটি, ৭ মার্চ : অসম গণ পরিষদ রবিবার বরাক উপত্যকার ২টি আসন সহ রাজ্যের ২৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই দুটি আসন হল আলগাপুর এবং করিমগঞ্জ দক্ষিণ। বর্তমানে এই দুটি আসনই এআইডিইউএফ-এর দখলে রয়েছে।এই দুই আসনের বিধায়করা হলেন নিজামউদ্দিন চৌধুরী এবং আজিজ আহমেদ খান।
এছাড়া, হাইলাকান্দিতে বিজেপি কাকে প্রার্থী করবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি। এই আসনটি জোট শরিকদের হাতে ছেড়ে দেবে না বিজেপি নিজের দখলে রাখবে তা এখনও নিশ্চিত করে উঠতে পরেনি গেরুয়া শিবির। বর্তমানে এই আসনটিও এআইইউডিএফ -এর দখলে রয়েছে। বিধায়ক হলেন আনোয়ার হোসেন লস্কর। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় ওই আসনগুলিতে ভোট গ্রহণ করা হবে।
আরো দেখুন : ভোটারদের ভোটদানে আকৃষ্ট করতে কাছাড়ে চালু ‘পোল এক্সপ্রেস’