শিলচর, ১৩ মার্চ : হলফনামা : শিলচর আসনে তমাল-দিলীপ কোটিপতি, লাখপতি দীপায়ন
শিলচর বিধানসভা আসনে এবার মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কংগ্রেসের তমাল বণিক, বিজেপির দ্বীপায়ন চক্রবর্তী এবং নির্দল প্রার্থী দিলীপকুমার পালই রয়েছেন। ফলে অনুমান করা হচ্ছে, মূল লড়াই সীমাবদ্ধ থাকবে এই তিনজনের মধ্যেই।
শিলচরের এই তিন প্রার্থী কতটা বিত্তবান তা ফুটে উঠেছে মনোনয়নপত্রের সঙ্গে তাদের পেশ করা হলফনামায়। দেখা গেছে, এক্ষেত্রে সবার আগে রয়েছেন তমাল বণিক। পত্নী শম্পা বণিক ও তাঁর সম্পত্তি মিলিয়ে তমাল হিসেব পেশ করেছেন ১ কোটি ৫৪ লক্ষ ৪৪ হাজার টাকা। দীলিপ ও তাঁর পত্নী অর্চনা পালের সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৩ লক্ষ ৮৯ হাজার টাকা। বিজেপির দ্বীপায়ন চক্রবর্তী তাঁর নিজের সহ পত্নী রুমলি চক্রবর্তী এবং মেয়ের নামের সম্পত্তির হিসাব দিয়েছেন ২৮ লক্ষ ১৯ হাজার টাকার।সম্পত্তির দিক থেকে ফারাক থাকলেও শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে তিনজনই রয়েছেন এক মেরুতে। তিনজনই স্নাতক।
আরো দেখুন : রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী বাগীশানন্দজী মহারাজ প্রয়াত, আজ রাতে শেষকৃত্য