21 C
Guwahati
Saturday, March 25, 2023
More

    হজযাত্রীদের অনলাইন আবেদনের জন্য শিলচরে হেল্প ডেস্ক চালু

    শিলচর, নভেম্বর : হজযাত্রীদের অনলাইন আবেদনের জন্য হেল্প ডেস্ক চালু হল কাছাড়ে। শুক্রবার জেলা প্রশাসনের হজ শাখা ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কাছাড়  জেলা হজ কমিটি  এই কর্মসূচির আয়োজন করে।বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং জেলাশাসক কীর্তি জাল্লি এই  হেল্প ডেস্কটি উদ্বোধন করেন। এই হেল্প ডেস্ক  বন্ধের দিনগুলো ছাড়া  সপ্তাহের প্রত্যেকদিন  সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করবে বলে এই সভায় জানানো হয়।  

    অনুষ্ঠানে আসাম বিধানসভার উপাধ্যক্ষ   আমিনুল হক লস্কর বলেন, অনলাইন আবেদনের জন্য এই হেল্প ডেস্ক হজযাত্রীদের সুবিধা প্রদান করবে। কারণ কাছাড় জেলায় হজযাত্রীদের সংখ্যা বরাক উপত্যকার অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি।  মাইনরিটি বিভাগের  মন্ত্রী  রনজিৎ দত্ত এমএসডিপি তহবিলের অধীনে পাঁচ কোটি টাকা অনুমোদন করেছেন যা শিলচরের মধুরবন্দ এলাকায়  নতুন হজ ভবন নির্মাণের জন্য ব্যয় হবে এবং ইতিমধ্যে  পাঁচ বিঘা জমি কাছাড় জেলা প্রশাসন  জেলা হজ কমিটির ভবন নির্মানের জন্য বরাদ্দ করেছে  বলে তিনি জানান।এ ব্যাপারে আমিনুল জেলাশাসককে   প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করেন যাতে জেলা হজ ভবনের খালি জমিটিতে আবেদনকারী  হজযাত্রীদের জন্য একটি অস্থায়ী  অপেক্ষাগার নির্মাণ  করা যায়। কারণ  তীর্থযাত্রীরা সেখানে জমায়েত হবেন এবং তারা মক্কায় তীর্থযাত্রার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বৈঠকে জানানো হয়, কাছাড় ট্রেডার্সের স্বত্তাধিকারী  আলতাফ হুসেন জেলা হজ শাখার সামনের খালি জমিতে একটি অপেক্ষাগার  নির্মাণের ব্যয় বহন করবেন। জেলাশাসক তথা জেলা হজ কমিটির  চেয়ারপার্সন কীর্তি জাল্লি  বলেন, তিনি এখানে যোগদানের পরে জেলা হজ কমিটির চেয়ারপারসন হিসাবে এটি তাঁর প্রথম বৈঠক। এই হেল্প ডেস্ক হজযাত্রীদের  কাজে বিশেষ সহায়ক হবে বলে তিনি মনে করেন।

    জেলা হজ কমিটির যুগ্ম-সচিব তৈমুর রাজা চৌধুরী এ ব্যাপারে উপাধ্যক্ষের ভূমিকার ভূয়সী  প্রশংসা করেন এবং জেলাশাসককেও  ধন্যবাদ জানান।  তিনি উল্লেখ করেন, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জেলা হজ অফিস ভবনের টাইলস স্পনসর করেছিলেন ওবং এই অফিসের চেয়ার টেবিল ইত্যাদি  কাছাড় ট্রেডার্সের স্বত্তাধিকারী  আলতাফ হুসেন দান করেছিলেন।  তৈমুর রাজা চৌধুরীর ধন্যবাদসূচক ভাষণের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং