শিলচর ১২ ডিসেম্বরঃ ভারতের কেন্দ্রীয় হজ কমিটি ২০২১ সালে গুয়াহাটি এমবারকেশন পয়েন্ট থেকে উত্তর পূর্বের হজযাত্রীদের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করেছে প্রায় চার লক্ষ টাকা। আগ্রহী ইসলাম ধর্মাবলম্বীরা আগামী বছর ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে হজের আবেদন জমা দিতে পারবেন।এর আগে আবেদন জমার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল ১০ ডিসেম্বর।
ভারতের কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক ডঃ মকসুদ আহমদ হজ সংক্রান্ত ২ নং সার্কুলার জারি করে আগামী মাসের ১০ জানুয়ারি পর্যন্ত হজের আবেদন জমা করার তারিখ বৃদ্ধি করেছেন। একই সঙ্গে আজিজিয়া ক্যাটাগরির প্রতিজন হাজির হজের ব্যয় তিন লক্ষ নিরানব্বই হাজার ২৭৩ টাকা ধার্য করা হয়েছে বলে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহী হজযাত্রীরা অনলাইনে জমা দেওয়া হজের আবেদন প্রয়োজনীয় নথিপত্র সহ নিজ নিজ জেলার হজ কমিটির মাধ্যমে পাসপোর্ট সহ জমা করতে বলা হয়েছে। কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী জানিয়েছেন, হজযাত্রীদের স্বল্পমূল্যে অনলাইনে হজের আবেদন জমার সুবিধা করা হয়েছে। সেই সুযোগ নিতে তিনি আগ্রহী হজযাত্রীদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।