শিলচর, ১৩ জানুয়ারি : যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম বার্ষিকী জাতীয় যুব দিবস হিসেবে পালন করেছে শিলচর বিধানসভা যুব কংগ্রেস কমিটি। এদিন সকালে শিলচর সদরঘাটে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। পরে রাজীব ভবনে হয় স্বামীজির জীবনাদর্শ নিয়ে হয় আলোচনা সভা। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বামীজির দর্শন দেশকে প্রেরণা জোগায়। তাঁর জনসেবার আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার দে সহ অন্যান্যরা।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১২ তরুণ তরুণীকে এদিন সংবর্ধিত করা হয়। এদের মধ্যে রয়েছেন ডা দ্বৈপায়ন দেব, সমাজসেবী সত্যব্রত ভট্টাচার্য, সুবীর ধর, লোক সঙ্গীত শিল্পী অরিন্দম দাস, লেখক সিমরণ দাস, বাপন দা্ মুন্নী ছেত্রী। তাদের স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ দেব, অমিতাভ সেন, সজল বণিক, পাপন দেব, দেবদীপ দত্ত, রাহুল আলম লস্কর, শিলচর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি কুশল দত্ত, ইয়ুথ ব্রিগেড সভাপতি দেবজা সুমন্ত, ইনটাক ইয়ুথ শাখার সভাপতি অনুপম পাল প্রমুখ।
আরো দেখুন : ঘুষের বিনিময়ে পাসপোর্ট, বাংলাদেশের চার কর্মকর্তাকে তলব করল দুদক