23 C
Guwahati
Monday, March 20, 2023
More

    সোনাই সহ ১৯ আসনের প্রার্থী তালিকা এআইইউডিএফ-এর

    সোনাই সহ ১৯ আসনের প্রার্থী তালিকা এআইইউডিএফ-এর

    গুয়াহাটি, ৭ মার্চ : মহাজোটের শরিক দল এআইইউডিএফ ১৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দল সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল। এর মধ্যে ৫টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। বাঘবর, জলেশ্বর, চেঙা, সরুক্ষেত্রী ও দলগাঁওয়ে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে ইউডিএফ।

    এদিন ঘোষণা করা প্রার্থীরা হলেন-

    সোনাই- করিম উদ্দিন বড়ভুইয়া (সাজু),

    কাটিগড়া- খলিল উদ্দিন মজুমদার,

    আলগাপুর- নিজাম উদ্দিন চৌধুরী,

    কাটলিছড়া- সুজাম উদ্দিন লস্কর,

    বদরপুর- আজিজ আহমেদ,

    পশ্চিম বিলাসিপাড়া- হাফিজ বশির আহমেদ কাসিমি,

    মানকাছার- আমিনুল ইসলাম,

    জনিয়া- ডঃ হাফিজ রফিকুল ইসলাম,

    গৌরীপুর- নিজানুর রহমান,

    ধুবুড়ি- নজরুল হক,

    ভবানীপুর- আবুল কালাম আজাদ,

    যমুনামুখ- সিরাজুদ্দিন আজমল,

    ধিং- আমিনুল ইসলাম।

    মধ্য হাইলাকান্দি আসন অস্পষ্ট রয়েছে। প্রথম পর্যায়ে ছয় বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হলেন। এরমধ্যে মধ্য হাইলাকান্দি বিধায়ক আনোয়ার হুসেন লস্কর ও দক্ষিণ করিমগঞ্জের আজিজ খান অন্যতম।

    আরো দেখুন : কাছাড়ে ভোট প্রচারে আসছেন মোদি, অমিত, নাড্ডাও

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং