শিলচর, ১৮ জানুয়ারি : একুশের মহারণে অসমে সাতটি আসনে এবার সংখ্যালঘু প্রার্থী দেবে বিজেপি। এতদিন বিষয়টি আলোচনার স্তরে ছিল। এখন তা আরও পরিষ্কার হয়ে গেল সাম্প্রতিক সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার অসম সফরে। একটি সূত্রে জানা গেছে, গত সোমবার শিলচরের অনুষ্ঠান সেরে রাতেই গুয়াহাটি আমিনগাঁওয়ের একটি গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রদেশ সভাপতি সহ শীর্ষনেতাদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন নাড্ডা। সর্বভারতীয় সভাপতির সফরসঙ্গী হয়ে আসা দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষও এদিনের বৈঠকে সামিল ছিলেন।
সবক’টি বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস এবং অতীত ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা হয়। যেসব বিধানসভা এলাকা সংখ্যালঘু অধ্যুষিত, সেসব এলাকায় সংখ্যালঘু প্রার্থী প্রদান করলে ভোট পরিস্থিতি অনুকূলে যাবে।এই চিন্তা করেই ব্রহ্মপুত্র উপত্যকার পাঁচটি কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী দেওয়ার চিন্তা করেছে দল।এই কেন্দ্রগুলো হল পূর্ব গোয়ালপাড়া, ধুবুড়ি, জোনিয়া, চেঙ্গা ও রূপহিহাট। এছাড়া বরাক উপত্যকার দুটি আসনেও সংখ্যালঘু প্রার্থী দেওয়া হবে।এই দুটি কেন্দ্র হল কাছাড় জেলার সোনাই এবং করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ আসন। সোনাই আসনের বিধায়ক আমিনুল হক লস্কর অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে রয়েছেন। প্রদেশ সভাপতি রঞ্জিত দাস বরাক সফরে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আমিনুল হকের প্রার্থিত্ব একুশেও নিশ্চিত। ঠিক একইভাবে দক্ষিণ করিমগঞ্জ আসনে হিমন্ত ঘনিষ্ট জেলার সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেনের নাম উঠে আসছে। প্রদেশ বিজেপির সূত্র বলছে, এবার বড় কোনও পরিবর্তন না হলে ইকবাল হুসেনের টিকিট প্রায় নিশ্চিত।

পূর্ব গোয়ালপাড়া আসনে গতবছর বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অসম সচিবালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সচিব গৌরাঙ্গপ্রসাদ দাস। এবার গৌরাঙ্গ প্রসাদের স্থানে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মুমিনুল আওয়ালকে প্রক্ষেপ করতে চাইছে বিজেপি। ধুবুড়ি আসনে মতিউর রহমানের নাম উঠে আসছে। এই আসনে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবময় সোনোয়াল। চেঙ্গা কেন্দ্রে সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি মোক্তার হুসেন খান মুখ্য দাবিদার। মুক্তার হুসেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের অত্যন্ত ঘনিষ্ট। যদিও এই আসনে এআইডিসির ভাইস চেয়ারম্যান জিত তালুকদারের নামও উঠে আসছে। জোনিয়াতে হিমন্ত ঘনিষ্ট সহিদুল ইসলামের নাম শীর্ষে রয়েছে। রূপহিহাট আসনে সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা বিধায়ক আব্দুল আজিজকে প্রার্থী করতে চাইছে বিজেপি। সূত্র আরও বলেছে প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে নাগপুর কিন্তু হিমন্ত বিশ্বকেই গুরুত্ব দিচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারির পর প্রার্থী প্যানেল ঠিক হবে বলেও সুত্রটি উল্লেখ করেছে।
আরো দেখুন : অপরাধের স্বর্গ! শিলচরে এবার প্রকাশ্যে কিশোরী অপহরণের চেষ্টা