নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : করোনার ভয়াবহতার মধ্যেই সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে একটা বার্তা থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ দিন প্রধানমন্ত্রী সেনাদের পাশে দাঁড়ানোর কথা বলে লাদাখে ভারত আর চিনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার উদ্দেশে বার্তা দিলেন। তিনি বলেন, ‘আশা রাখি যে গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়ে এই বার্তাই দেবে যে গোটা দেশ সেনার পাশেই রয়েছে।’
গত কয়েক মাসে যেভাবে সীমান্তে চিনের সঙ্গে ভারতের সংঘাত হয়েছে তাতে এই বিষয়টি এবারের অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে চলেছে। তাই অধিবেশনের আগে নিজের বার্তায় সেই চিন প্রসঙ্গই তুলে আনলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘আমাদের সেনাবাহিনী অসীম সাহস, নিষ্ঠা ও দেশের প্রতি আত্মত্যাগের ভাবনা থেকে সীমান্তে মজবুত দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা কঠিন উচ্চতায় রয়েছেন। কিছুদিন পরেই সেখানে তুষারপাত শুরু হবে। তাই আমার বিশ্বাস, এই অবস্থায় সাংসদরা এক হয়ে একটা বার্তা দেবেন, যে সেনার পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ।’ মোদির এই বক্তব্য থেকেই পরিষ্কার চিনের বিরোধিতা প্রসঙ্গে সব দলের কাছে একতার বার্তা দিতে চাইছেন তিনি।
উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। করোনার আবহে আয়োজিত এই অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না অনেক সাংসদই। শারীরিক দূরত্ববিধি বজায় রাখার জন্য সময় ভাগ করে দেওয়া হয়েছে। প্রতি দিন চার ঘণ্টার জন্য লোকসভা এবং পরবর্তী চার ঘণ্টায় রাজ্যসভার অধিবেশন হবে। করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাসে বন্ধ হয়ে যায় সংসদের অধিবেশন। এদিন ফের তা শুরু হল।