গুয়াহাটি, ৯ মেঃ সর্বা না হিমন্ত? বহু দিনের নাটক শেষে আজ অসমবাসী পাবেন নয়া মুখ্যমন্ত্ৰী
বহু জল্পনা কল্পনার পর রবিবার গুয়াহাটিতে বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকের পর অসমের পরবৰ্তী মুখ্যমন্ত্ৰীর নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে যবনিকা পড়বে ফল প্রকাশের পর টানা সাত দিনের নাটক র।
রবিবারের এই বৈঠক বেলা ১২ নাগাদ শুরু হওয়ার কথা। নব নিৰ্বাচিত সব বিধায়কক সকাল ১১ টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, নিৰ্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বৰ্তমান মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শৰ্মার মধ্যে মুখ্যমন্ত্ৰী পদকে কেন্দ্ৰ করে দড়ি টানাটানি শুরু হয়।
কেন্দ্ৰীয় নেতৃত্ব সোনোয়ালকে ফের মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব দেবে, না দিন-রাত একাকার করে বিজেপিকে অসমে আশাতীত সাফল্যের মুখ দেখানো হিমন্তকে মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব অৰ্পণ করবে সে নিয়ে অস্বস্তিতে পরে।
মুখ্যমন্ত্রী পদের জট খুলতেই শনিবার সৰ্বানন্দ এবং হিমন্তকে দিল্লিতে ডেকে পাঠিয়ে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক নাম ঘোষণা হবে এদিনের বিধান পরিষদীয় দলের বৈঠকের পরই।
আরো দেখুন : অসমবাসীর জন্য সুখবর! দীর্ঘ ৩৮ বছর পর ফের চালু রূপসী বিমানবন্দর