শিলচর, ২০ জানুয়ারি: বরাক উপত্যকায় বিভিন্ন সরকারি বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পদে নিযুক্তির ক্ষেত্রে স্থানীয়দের বঞ্চনা এবং বাংলাকে সহযোগী সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা বরাকভ্যালি জোনের আহ্বায়ক সঞ্জীব রাই এ নিয়ে ক্ষোভ ব্যস্ত করে প্রশ্ন তুলেছেন, বরাকের যুবক-যুবতীরা কি তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পদের জন্যও যোগ্য নন।
গত ১১ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শিলচরে এসে ৬ জনগোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দেওয়া হয়েছে বলে যে মন্তব্য করেছেন এ নিয়ে কটাক্ষ করার পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে, বরাকের উপর পাঁচটি সেতু, করিমগঞ্জে মেডিক্যাল কলেজ স্থাপন এসব গেল কোথায়। এর সূত্র ধরে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিকে ‘ললিপপ’ বলেও অভিহিত করেছেন তিনি।
আরো দেখুন : ১০ মাস পর কাছাড়ে করোনার দৈনিক সংক্রমণ নামল শূন্যে