26 C
Guwahati
Friday, March 24, 2023
More

    সমাজবিরোধীদের দাপট, এসপির হস্তক্ষেপ চাইল বণিক সমাজ

    শিলচর, ১৭ জানুয়ারি: সমাজবিরোধীদের দাপট, এসপির হস্তক্ষেপ চাইল বণিক সমাজ : শহর শিলচর সহ সম্প্রতি কাছাড় জেলাজুড়ে সমাজবিরোধীদের দাপট দাপাদাপি বেশ বেড়েছে। যত্রতত্র ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত শহরের ব্যবসায়ীরা। এ ব্যাপারে স্থানীয় চেম্বার অব কমার্স, ফুড গ্রেইনস মার্চেন্ট এসোসিয়েশন সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সদস্যরা পুলিশ সুপার বিএল মিনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের সঙ্গে সাক্ষাৎ করেন। শহরের আইন শৃঙ্খলার অবনতির বিষয় নিয়ে আলোচনা হয়। শীঘ্রই অভিযুক্তদের ধরপাকড়ের পাশাপাশি শহরের বিভিন্ন চেক পয়েন্টে রাইডিং  স্কোয়াড সহ অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানান তারা।

    পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর চেম্বার অব কমার্স-র পক্ষ থেকে বিবেক পোদ্দার বলেন, ‘শহরে বেড়ে চলা অপরাধ নিয়ে চিন্তিত আমরা। সেজন্যই পুলিশ সুপারের দ্বারস্থ হতে হল। অতিসত্তর অভিযুক্তদের পুলিশ পাকড়াও করুক, এটাই চাইছি আমরা। সেইসঙ্গে দ্রুত গতির বাইকারদের দুরন্তপনা বন্ধ করার ক্ষেত্রে পুলিশের ব্যবস্থা গ্রহণ করা উচিত। ব্যাংকের এলাকাগুলিতে যাতে অযথা ভিড় জমা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে প্রশাসনকে। তাছাড়া ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানের বাইরে বাধ্যতামূলকভাবে  সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিক পুলিশ, সেটাই চাই আমরা।’ সিআইডিএফ প্রকল্পের আওতায় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে  জেলাশাসক কীর্তি জাল্লির সঙ্গেও তাঁরা আলোচনা করবেন বলে জানান বিবেক পোদ্দার। 

    আরো দেখুন : কাগজকলের দুর্দশাগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে ডাঃ অন্বেষা নাথ

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং