শিলচর, ২৪ ফেব্রুয়ারি : শিলচর রেলস্টেশনে দু’টি যাত্রী লিফট ও স্টেশনের সার্কুলেটিং অ্যারিয়ায় মনুমেন্টাল ফ্ল্যাগ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, শিলচর রেলস্টেশনে যাত্রী পরিষেবা’র উন্নয়ন ও স্টেশন সৌন্দর্যায়ন নিয়ে সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন এনএফ রেল লামডিং ডিভিশনের কর্মকর্তাদের সঙ্গে। সেখানে শিলচর রেলস্টেশনের নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশদে কথা বলেছেন। সেই বৈঠকে রাজধানী ট্রেনটি শিলচর পর্যন্ত কীভাবে সম্প্রসারিত করা যায়, আলোচনা হয়েছে এনিয়ে-ও। শিলচর রেলস্টেশনে যাত্রী সুবিধার্থে আরও ১০০ মিটার দৈর্ঘ্যের পিপি শেড হবে। দীর্ঘদিনের দাবি ফুড-কোর্ট। সেটাও পূরণ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। করোনাকালে যে কয়েকটি ট্রেন উঠিয়ে নেওয়া হয়েছে, সেগুলো ফের বহাল করার কথাবার্তা চলছে। এছাড়া রেলস্টেশনের সামনের যানজট কাটিয়ে উঠতে সুবিশাল সার্কুলেটিং অ্যারিয়াকে সঠিকভাবে কাজে লাগানো হবে। এরজন্য আশপাশ এলাকার ব্যবসায়ীদের নিয়েই কোনও সিদ্ধান্তে পৌঁছাবে সরকার।

লামডিং ডিভিশনের এডিআরএম সুরথ জানি বলেন, এই অঞ্চলের যাত্রী পরিষেবা উন্নত করার জোর প্রয়াস চালাচ্ছে রেল। এর আগে বদরপুর জংশনের সৌন্দর্যায়নে ম্যুরাল পেইন্টিং এবং যাত্রী সুবিধার্থে চালু হয়েছে লিফট। করোনাকালে বাইরে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে এবং ওষুধ ও নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে রেল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন তিনি। বলেন, পরিষেবা সচল রাখতে গিয়ে দেশে ৩০ হাজার রেলকর্মী আক্রান্ত হয়েছিলেন করোনায়। এরমধ্যে প্রায় ৭০০ কর্মী মারাও গিয়েছেন।অতিমারির জেরে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়াকে বিরল ঘটনা বলে উল্লেখ করেন তিনি। বলেন, রেলের ১৬৭ বছরের ইতিহাসে একরকমের কোনও ঘটনা ঘটেনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামডিং ডিভিশনের ডিএমই বিজয় কুমার, ডিইএন অভিলাষ কুমার, বদরপুরের এআরএম এস উমেশ, স্টেশন সুপার বিপ্লবকুমার দাস প্রমুখ।
আরো দেখুন : গান্ধীমেলায় ‘না’, শিলচরে হচ্ছে ডিজনিল্যান্ড মেলা