25 C
Guwahati
Wednesday, March 29, 2023
More

    শিলচর ও হাইলাকান্দি আসনে ত্রিমুখি, বরাকের বাকি কেন্দ্রে মুখোমুখি লড়াই

    শিলচর, ৩০ মার্চ : দ্বিতীয় পর্যায়ের ভোটের উত্তাপ তুঙ্গে। বরাক উপত্যকার ১৫টি আসনে ভোট নেওয়া হবে ১ এপ্রিল। মঙ্গলবার বিকেলেই প্রচার শেষ হচ্ছে। তিন জেলার সব আসনেই সরাসরি লড়াই হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মূলত লড়াই বিজেপি প্রার্থীদের সঙ্গে মহাজোটের প্রার্থীদের। শুধু ব্যতিক্রম দক্ষিণ করিমগঞ্জ। ওখানে বিজেপির প্রার্থী নেই। অগপ প্রার্থী দিয়েছে। লড়াই মহাজোট আর অগপ প্রার্থীর মধ্যে হবে। আবার শিলচর ও মধ্য হাইলাকান্দি আসনে বিজেপি ও মহাজোটের প্রার্থী থাকলেও প্রধান ফ্যাক্টর হতে পারেন নির্দল প্রার্থী। তাদের প্রাপ্ত ভোটের ওপর উভয় আসনে জয় পরাজয় নির্ধারণ হবে।

    একুশের নির্বাচন শাসক ও বিরোধী উভয় শিবিরের কাছেই অগ্নি পরীক্ষা। উপত্যকার প্রতিটি আসনেই এবার শক্ত লড়াইর ক্ষেত্র তৈরি হয়েছে। বিজেপি মিত্রজোটের কাছে এই নির্বাচন যেমন শাসন ক্ষমতা ধরে রাখার লড়াই, তেমনি কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের কাছে এবারের লড়াইটা অস্তিত্ব রক্ষার। বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং প্রতিশ্রুতি পুরণে ব্যর্থতাকে পুঁজি করে রাজ্যের ক্ষমতায় ফিরতে চাইছে কংগ্রেস। ফলে উভয় পক্ষের প্রার্থীদের এবার খুব বেশি বেগ পেতে হচ্ছে। প্রথম দফায় উজান ও মধ্য অসমের ভোটের পর যে ইঙ্গিত মিলেছে তাতে শাসক শিবির খুব একটা উজ্জীবিত নয়। এবার দ্বিতীয় দফার ভোট তাদের মুখে হাসি ফোটাতে পারে কি না, সেটাই দেখার। আর ১ এপ্রিলের ভোটে যদি বিরোধী শিবিরের পক্ষে বেশি জনসমর্থন চলে যায়, তবে রাজ্যে এবারও পরিবর্তন ঘটা অবধারিত।

    আরো দেখুন : আজ ভোট প্রচারের শেষ দিন, বিকেল চারটের পর সভা-সমিতি নিষিদ্ধ

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং