বাংলা ছবির জগতে ফের মেলবন্ধন ঘটল শিলচর এবং কলকাতার। পিফে প্রযোজিত শিলচরের শর্মিষ্ঠা দেব ও কলকাতার রাজা চট্টোপাধ্যায় পরিচালিত ছবি সর্বভূতেষু-র সঙ্গীত রিলিজ হয়েছে। রুহ্ মিউজিক সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ছবির গানগুলি রিলিজ করেছে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, অভিনেতা দেবদূত ঘোষ, মিউজিক ডিরেক্টর প্রাজ্ঞ দত্ত, গীতিকার সুপ্রিয় পাল, পরিচালক শর্মিষ্ঠা দেব।

ছবিটিতে একটি রবীন্দ্র সঙ্গীত সহ মোট চারটি গান রয়েছে। সঙ্গীত শিল্পীরা হলেন রূপঙ্কর বাগচী, বনী চক্রবর্তী, দূর্নিবার সাহা ও মঞ্জুশ্রী দাশ। গান চারটি হল রবি ঠাকুরের ‘ কেটেছে একেলা’, সুপ্রিয় পালের ‘ ভালোবাসি এই শহর’ ও সর্বভূতেষু টাইটাল ট্রেক, এবং প্রাজ্ঞ দত্তের ‘ফিরে এসো আবার’। ছবিটিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, অর্জুন চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, রজতাভ দত্ত, দেবদূত ঘোষ, রাজদীপ সরকার, লাবনী সরকার প্রমুখ। ছবিটি আদ্যপান্ত রোমাঞ্চকর অশরীরী গল্প নিয়ে। আগামী বছরের প্রথমদিকেই মুক্তি পাবে বাংলা ছবি সর্বভূতেষু।