27 C
Guwahati
Wednesday, March 29, 2023
More

    শিলচর এনআইটি’র পরিবেশ বিষিয়ে তুলছে নেপুবাহিনী, হুঁশিয়ারি সিক্যুরিটি সার্ভিসের

    শিলচর, ২৮ ডিসেম্বর : এনআইটি শিলচর ও তার আশপাশ এলাকার পরিবেশ বিষিয়ে তুলছেন তথাকথিত এনজিও কর্মকর্তা রাজকুমার (নেপু) নুনিয়া ও তাঁর সঙ্গীরা। এমনকি, এনআইটির ‘ঋষিতুল্য’ ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধেও কুৎসা রটাতে কসুর করছে না নেপুবাহিনী। এই অভিযোগ শিলচর এনআইটি’র নিযুক্ত ভ্যানগার্ড সিক্যুরিটি সার্ভিস সংস্থার কর্মীদের। শিলচর এনআইটি চত্বরের সিক্যুরিটি ব্যারাকে অনুষ্ঠিত এক প্রতিবাদী সভায় পশ্চিম সোনাই জনকল্যাণ উন্নয়ন মঞ্চের চেয়ারম্যান রাজকুমার ওরফে নেপু নুনিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভ্যানগার্ডের কর্মীরা। তাঁরা বলেন, এনজিও’র আড়ালে এলাকায় নানা  বিতর্কিত কাজের নেতৃত্ব দিচ্ছেন নেপু নুনিয়ারা। নিরাপত্তারক্ষী নিয়োগে স্থানীয়দের বঞ্চিত রাখার যে অভিযোগ এনেছেন তারা, তা একেবারেই ভিত্তিহীন। সিক্যুরিটি সংস্থার কমান্ডিং অফিসার আইওয়াই সিংহের উপস্থিতিতে কর্মীরা উল্লেখ করেন, পাঁচ মহিলা কর্মী সহ এনআইটিতে সিভিল সিক্যুরিটি হিসেবে নিযুক্ত রয়েছেন ২৬৫ জন। এদের ৮৫ শতাংশই ঘুংঘুর কুয়ারপার, ফকিরটিলা, সাধুটিলা, ভরাখাই, বাবুটিলা, তাম্বুটিলা ইত্যাদি এলাকার বাসিন্দা। এসব কথা উল্লেখ করে স্থানীয়দের বঞ্চিত রাখার অভিযোগ উড়িয়ে দেন তাঁরা। 

    শিলচর এনআইটি'র পরিবেশ বিষিয়ে তুলছে নেপুবাহিনী
    প্রতিবাদী সভার পর ভ্যানগার্ডের সদস্যরা।

    সিক্যুরিটি সংস্থার কর্মী, যাদের বাড়ি এনআইটির আশপাশ এলাকায়, তারা সাফ জানিয়ে দেন, নেপু নুনিয়া এনজিও চালাচ্ছেন, এতে কারোরই আপত্তি নেই। কিন্তু তিনি যেন অযথা এনআইটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেন। এতে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। নিরাপত্তা কর্মীরা আরও বলেন, তাদের বেতন সহ অন্যান্য ভাতা, ইপিএফ ইত্যাদি নিয়ে কোনও সমস্যা নেই। তারাও কখনো এসব ব্যাপারে নেপু বা তার এনজিও-র সাহায্যপ্রার্থী হননি। কিন্তু নেপু এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু এই নয়, এনআইটি’র ডিরেক্টর সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অপবাদ ছড়াচ্ছেন। তাঁরা হুশিয়ার করে দেন, শিলচর এনআইটি’র ডিরেক্টর ‘ঋষিতুল্য’ ব্যক্তি। তাঁকে জড়িয়ে অপপ্রচার চললে সেটা মেনে নেওয়া হবে না। 

    সিভিল সিকিউরিটি সংগঠনের সভাপতি সুনিয়ালাল নুনিয়া,  সাধারণ সম্পাদক অমিত নুনিয়ারা জানান, শিলচর  এবং শহরতলীর ওইসব নিরাপত্তাকর্মীদের পরিবার ওই চাকরির ওপর নির্ভরশীল। কিন্তু পশ্চিম সোনাই জনকল্যাণ উন্নয়ন মঞ্চ ও মহিলা সমাজ কল্যাণ সমিতি নামে ভুঁইফোড়  সংগঠনের স্বঘোষিত চেয়ারম্যান ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিস-র বিরুদ্ধে  কুৎসা রটিয়ে যাচ্ছেন।

    আরো দেখুন : বদরপুর স্টেশনে ‘লাইফলাইন এক্সপ্রেস’, ৫-২৪ জানুয়ারি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং