শিলচর, ১৭ এপ্রিল : শিলচর এনআইটিতে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং ইত্যাদি পদে চাকরি দেবার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশ আটক করল এনআইটিতে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রঞ্জিতকুমার দাসকে। শুক্রবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তাকে।
রঞ্জিতকুমার দাস ও তার দুই ছেলে রাজীব দাস এবং রিপন দাসকে অভিযুক্ত করে গত ১৪ এপ্রিল এজাহার দায়ের করেন ভরাখাই বাগান এলাকার বাসিন্দা মইনুল খান, রাজেন গোয়ালা, আসাব মিয়া, বাপ্পি বণিক সহ আরো কয়েকজন। তারা অভিযোগ করেন, চাকরি দেবার নামে রঞ্জিত দাস অনেকের কাছ থেকে অর্থ আদায় করেন। সব মিলিয়ে তিনি আদায় করেন ২৮ লক্ষ ৯৬ হাজার টাকা। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও কেউ চাকরি পাননি। এই অবস্থায় তারা রঞ্জিত দাসকে টাকা ফিরিয়ে দিতে বলেন। তখন রঞ্জিত দাস টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন। কথামতো ওইদিন রাত ৭টা নাগাদ তারা রণজিৎ দাসের আবাসনের কাছে পৌঁছে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘক্ষণ পর রাত সাড়ে এগারোটা নাগাদ পৌঁছান রঞ্জিত, সঙ্গে ছিলেন তার দুই ছেলেও। টাকা ফিরিয়ে দেওয়ার বদলে রঞ্জিত দাসরা তাদের গালিগালাজ শুরু করে করে তাড়িয়ে দেন সবাইকে। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ আটক করে রঞ্জিত দাসকে। সদর থানার ওসি ডিতুমনি গোস্বামী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে রণজিৎ দাসের আবাসনে ঢুকে হামলার অভিযোগে পুলিশ গ্রেফতার করে ছোটলাল দুষাদ, পাপ্পু গোয়ালা সহ মোট চারজনকে। যদিও ছোটলালদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল, রঞ্জিত দাস তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ডেকেছিলেন নিজেই। এরপর মিথ্যা অভিযোগ এনে ফাঁসিয়ে দিয়েছেন তাদের।
আরো দেখুন : হর্স ট্ৰেডিঙের আশংকা তাড়া করে বেড়াচ্ছে কংগ্ৰেসকেও, কাল ফের বৈঠক