নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য বিশেষ স্বাস্থ্য প্রকল্প সিজিএইচএস এবং ইসিএইচএস ইউনিট শিলচরে জরুরি ভিত্তিতে স্থাপনের আর্জি জানালেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। রবিবার মাঝরাতে লোকসভার জিরো আওয়ারে বক্তব্য রাখেন রাজদীপ। শুদ্ধ বাংলায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সিজিএইচএস ইউনিট স্থাপনের জন্য গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচরকে চিহ্নিত করে। বাকি দুটি স্থানে ইতিমধ্যে তা স্থাপিত হলেও শিলচর ব্রাত্য রয়ে গেছে। বর্তমান করোনা মহামারিকালেও এই ইউনিট স্থাপন না হলে প্রতিনিধি হিসেবে নিজেদের কাজে খামতি থেকে যাবে বলে তিনি উল্লেখ করেন। সাংসদ রাজদীপ জানান, গত ৬ মাস আগে তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রীর কাছেও চিঠি লিখেছেন। জবাবে তিনিও শীঘ্রই ইসিএইচএস ইউনিট শিলচরে স্থাপন হবে বলে আশ্বস্ত করেন।
দেখুন সাংসদ ডাঃ রাজদীপ রায়ের পুরো ভাষণ।