শিলচর, ২১ জানুয়ারি: যেমনটা সন্দেহ করা হচ্ছিল, ব্যাপারটা ঠিক তেমনই। শিলচরে গত সোমবার দেশবন্ধু রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে থেকে ছিনতাইয়ের সময় ধৃত দুষ্কৃতী এবার জানিয়েছে সে ও তার সঙ্গীরা বিহার নয় পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির বাসিন্দা। রবি সিং হিসেবে পরিচয় দেওয়া এই দুষ্কৃতী গণধোলাই আহত হয়ে চিকিৎসাধীন ছিল মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর পুলিশ তাকে এদিনই আদালতে পেশ করে। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ রিমান্ডে।

রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব ডেকা জানিয়েছেন, দুষ্কৃতী প্রথম নিজেকে নিরীহ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা চালালেও পরবর্তীতে অনেক কিছুই খোলসা করে দেয়। সে জানায় তারা মোট চারজন এসেছিল শিলচরে। বাইকে চড়ে সাম্প্রতিককালে শহরে যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সব তাদেরই কাজ।মূলত বিহারের কাটিয়ার নয়, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির বাসিন্দা তাঁরা। শিলচরে এসে ঘর ভাড়া নিয়ে থেকে ছিনতাই চালিয়ে যাচ্ছিল। যাতে কেউ তাদের সহজে সনাক্ত করতে না পারে এরজন্য তারা ঘনঘন বদলাত ঘর। দিন কয়েক আগে মেহেরপুরে শিলচর পলিটেকনিক-এর কাছে এক ব্যক্তির বাড়ির ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে।
ইনচার্জ ডেকা জানিয়েছেন, এই বয়ানের ভিত্তিতে এদিনই মেহেরপুরের ওই বাড়িতে গিয়ে কথা বলা হয় বাড়ির মালিকের সঙ্গে। মালিক স্বীকার করেন ধৃত দুষ্কৃতী সহ আরো তিনজন ১০-১২ দিন আগে তার ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। তারা ব্যবসায়ী পরিচয়ে ঘর ভাড়া নিয়েছিল। তবে সোমবার থেকে কেউ আর ঘরে আসেনি। পুলিশের অনুমান রবি সিং পরিচয় দেওয়া দুষ্কৃতীটি ধরা পরার পরই শিলচর ছেড়ে পালিয়ে যায় তার তিনসঙ্গী। ‘রবি’ বর্তমানে শিলচরে বিহারের কাটিয়ারের বদলে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ঠিকানা জানানোর সঙ্গে সঙ্গে জানিয়েছে তার নামও নাকি রবি সিং নয়, রবীন্দ্র গোয়ালা। তবে এই নাম-ঠিকানা ও কতখানি সঠিক বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরো দেখুন : বরাকে কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হিন্দু ছাত্র যুব পরিষদ