শিলচর,২২ ডিসেম্বর : রাজ্যে দিন দিন ডাকাতির ঘটনা বাড়ছে। আর কাছাড় জেলা যেন ক্রমশ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত হল শিলচর শহরতলি বড়জুরাইয়ে। সোমবার রাতে বন্দুকধারী ডাকাতের দল হানা দেয় বড়জুরাই-র ফকর মজুমদারের বাড়িতে। প্রায় কুড়ি জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে।

শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতি, শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা ঘরের সবাইকে সোনা-দানা, টাকা-পয়সা সবকিছু দিয়ে দিতে বলে।প্রায় আধা ঘন্টা ধরে ডাকাতরা ফকরের বাড়িতে অভিযান চালায়। তাদের কথা মতো না চলায় ডাকাতরা ঘরের দুজনকে মারপিটও করে বলে প্রাপ্ত খবরে জানা গেছে। ডাকাতরা সে রাতে ফকরের ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুঠ করে নিয়ে গেছে।এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকালে ফকর পুলিশকে জানালে ঘটনার তদন্ত শুরু করেছে শিলচর পুলিশ।
আরো দেখুন : ৯ মাস পর খুলল মেঘালয়ের প্রবেশদ্বার, রাতাছড়ায় বসছে ফ্যাসিলিটেশন সেন্টার