শিলচর, ১২ জানুয়ারিঃ শিলচর শহরে দিন দিন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।মঙ্গলবার শহরের স্বামীজি রোডে বাসিন্দা সুবলচন্দ্র দেব ও তাঁর মেয়ে সর্বাণী দেব এসবিআই বাজার ব্রাঞ্চ থেকে ৩ লক্ষ টাকা তুলে ঘরে ফেরার পথে স্বামীজি রোডে ছিনতাইয়ের শিকার হন।সর্বাণী দেব জানান, ব্যাঙ্ক থেকে টাকা তুলে স্বামীজি রোডে নিজের ঘরের সামনে রিক্সা থেকে নামার সময় হঠাৎ একটি মোটর সাইকেল নিয়ে দুই যুবক এসে তাঁকে পিছন দিক থেকে টানাহেঁচড়া করে। সর্বানী দেবকে রাস্তায় ফেলে তাঁর হাতে থাকা ৩ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় সর্বাণী গুরুতর আহত হয়েছেন। এদিকে ঘটনাকে ঘিরে গোটা স্বামীজি রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শহরে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে প্রকাশ্যে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। এদিকে ঘটনার খবর পেয়ে সদর ওসি, অতিরিক্ত পুলিশ সুপার সহ বর্ডার ডিএসপি ঘটনাস্থলে ছুটে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পাশাপাশি তাঁরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অতি সত্ত্বর ছিনতাইকারীদের পাকড়াও করার আশ্বাস দেন। এদিকে ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় গুরুতরভাবে আহত যুবতী সর্বানী দেবকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো দেখুন : স্বামীজির আদর্শেই দেশকে উচ্চতার শিখরে নিয়ে যেতে হবে, যুব দিবসে বার্তা মোদির