শিলচর, ২৯ ডিসেম্বর : শিক্ষার উপর আক্রমণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার ডাক এআইডিএসও’র : এআইডিএসও’র ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার শিলচর গান্ধী ভবনে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টায় শিলচরের উকিলপট্টির জেলা কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। বেলা সাড়ে এগারোটা নাগাদ সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে একটি মিছিল গান্ধী ভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে সভাস্থলে পৌঁছায়। সেখানে দিল্লির কৃষক আন্দোলনে শহিদদের উদ্দেশ্যে স্থাপিত শোক বেদীতে মাল্যদান করেন সংগঠনের জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য সহ অন্যান্যরা। মাল্যদান পর্বের পর মঞ্চে এআইডিএসও’র সঙ্গীত গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সংগঠনের জেলা কমিটির উপ-সভাপতি যথাক্রমে গৌরিশ দেব ও প্রশান্ত ভট্টাচার্যকে নিয়ে ছাত্র সমাবেশের সভাপতিমণ্ডলী গঠন করা হয়।

শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। শিলচর শহরে অটো ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ও সিটি বাস চালানোর দাবিতে, স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগ ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে সভায় তিনটি প্রস্তাব তুলে ধরেন আপনলাল দাস, রীতা বাগতি ও শেফালী দাস। প্রস্তাবের সমর্থনে একে একে বক্তব্য রাখেন ডোনা বর্মন, স্বপন চৌধুরী, তুতন দাস। প্রস্তাব তিনটি সভায় উপস্থিত সদস্যদের করতালিতে গৃহীত হওয়ার পর বক্তব্য রাখেন সংগঠনের আসাম রাজ্য কমিটির সহ-সভাপতি ও সর্ব-ভারতীয় কার্যকরী সদস্য হিল্লোল ভট্টাচার্য। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবীদের স্বপ্ন ছিল স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা। তারা চেয়েছিলেন দেশের সকল ছাত্র-ছাত্রীদের জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হবে। কিন্তু স্বাধীনতার পর থেকেই শিক্ষাকে ক্রমাগত ভাবে সংকোচিত করার পরিকল্পনা গৃহীত হয়েছে। ১৯৮৬ সালের শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষার ব্যবসায়ীকরণ, বাক্তিগতকরণের পথ প্ৰশস্ত করা হয়েছিল। তিনি এও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে আন্তর্জাতিক পণ্যে পরিণত করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০২০ প্রণয়ন করেছে। এই শিক্ষানীতি শিক্ষার্জনের মূল উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন ও চরিত্র গঠনের বিপরীতে শিক্ষার্থীদের যন্ত্র মানবে পরিণত করবে। শিক্ষার উপর নেমে আসা এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি ছাত্র-যুবদের প্রতি আহ্বান জানান।
আরো দেখুন : আসাম বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য নষ্ট করার চেষ্টা অশনি সংকেত, বলল বরাক বঙ্গ