‘রূপকার’-এর উদ্যোগে পোড়ামাটির কর্মশালা শিলচরে
শিলচর, ৯ ফেব্রুয়ারি: করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিকতার পথে হাঁটছে সবক্ষেত্র। প্রাণস্পন্দন জেগেছে শিল্পক্ষেত্রেও। এই অবকাশে তিনদিনের পোড়ামাটির কর্মশালার আয়োজন করল বরাক ভাস্কর সংস্থা ‘রূপকার’। সোমবার থেকে এই কর্মশালা শুরু হয়েছে শিলচর তারাপুরে। এ অঞ্চলে ভালো গুণাগুণ সম্পন্ন মাটি রয়েছে। যার জন্য টেরাকোটা এখানে শিল্পের একটা ভালো স্থানীয় মাধ্যম হয়ে উঠতে পারে। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ‘রূপকার’।

১০ জন নির্বাচিত শিল্পীকে নিয়ে ‘রূপকার’ তিনদিনের পোড়ামাটির কর্মশালা শুরু করেছে। এতে পোড়ামাটির ভাস্কর্য ছাড়াও নিত্যপ্রয়োজনীয় এবং দৃষ্টিনন্দন পোড়ামাটির উপহারসামগ্রী বানানো হবে। তিনদিনের কর্মশালা শেষে তৈরি সামগ্রীর পোড়ানো এবং ফিনিশিংয়ের প্রক্রিয়া চলবে। তারপর সেগুলো বাজারজাত করার চেষ্টা করবে সংস্থা। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা হচ্ছেন বিনয় পাল, প্রসেনজিৎ সাহা, নিপ্পন দাস, মৃদুলকান্তি নাথ, আমির উদ্দিন লস্কর, অনুরাধা রাজওয়াড়, গৌতম দাস, বিশ্বদীপ চন্দ, তপনকুমার বৈষ্ণব, রাজ সূত্রধর প্রমুখ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ভাস্কর্যের সহকারি অধ্যাপক ড: গণেশ নন্দী।
আরো দেখুন : মেডিক্যাল থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি