শিলচর ও করিমগঞ্জ, ৩১ মার্চ : করিমগঞ্জ জেলায় ৯২৫টি ভোট কেন্দ্রের ভোটকর্মীরা বুধবার ভোটসামগ্রী নিয়ে রওনা হলেন । করিমগঞ্জ কলেজের মাঠ থেকে ভোটকর্মীরা ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে গন্তব্যে যাত্রা করেছেন। এদিকে মঙ্গলবার ৩৮২ জন ভোটকর্মী নিজ নিজ গন্তব্যে ভোট সামগ্রী নিয়ে পৌঁছেছেন । জেলায় মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে সব প্রচার অভিযান বন্ধ রয়েছে।
ভোটের দিন ভোটকেন্দ্রে পরিচয় সাব্যস্ত করতে ভোটার স্লিপের সাথে একটি পরিচয় পত্র দেখাতে হবে । এরজন্য নির্বাচন কমিশন ১২ টি পরিচয় পত্র নির্ধারণ করেছে । এগুলি হচ্ছে ভোটার পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইকার্ড, ব্যাংক ও পোস্টঅফিসের ইস্যু করা ফটোসহ পাসবুক, প্যান কার্ড, শ্রম মন্ত্রকের ইস্যু করা স্মার্ট কার্ড, এমএনরেগা জব কার্ড, শ্রম মন্ত্রকের ইস্যু করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, ফটো সহ পেনশন ডকুমেন্ট, এমপি বা এমএলএ বা এমএলসির ইস্যু করা অফিসিয়াল আই কার্ড ও আধার কার্ড । ভোটদানের সময় ভোটার স্লিপের পাশাপাশি উল্লেখিত ১২টির মধ্যে যে কোনো একটি পরিচয় পত্র দেখানো বাধ্যতামূলক।
এদিকে কোভিড বিধি মেনে, ভোটদান আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার সব কয়টি ভোট কেন্দ্র প্রশাসন থেকে সেনিটাইজেশন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে জেলার ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রদান করার আবেদন জানানো হয়েছে। এ দিন কাছাড়ের সব ভোট কেন্দ্রে ভোটকর্মীরা লাঠিগ্রাম নেট্রিপ থেকে রওনা দিয়েছেন।
আরো দেখুন : রাজ্যে ২৬৪ জন প্রার্থী কোটিপতি, শীর্ষে মনোরঞ্জন, দ্বিতীয় রাহুল রায়