শিলচর, ৩০ নভেম্বর : মৈত্ৰী প্রকল্পের অধীনে অত্যাধুনিক ভাবে দক্ষিণ অসম রেঞ্জের চার জেলায় অসম পুলিশের জন্য নয়টি পুলিশ ব্যারাক স্থাপন করা হবে। পিইবি প্ৰযুক্তির মাধ্যমে কাছাড় জেলায় ৩টি, হাইলাকান্দি, করিমগঞ্জ ও ডিমাহাসাও জেলায় ২টি করে পুলিশ ব্যারাক নির্মাণ করা হবে। বিশেষ করে পুলিশ বাহিনীকে নিজেদের কৰ্তব্য সুচারুরূপে পালন করার জন্য এবং অসম পুলিশকে উৎসাহিত করার পাশাপাশি পুলিশের প্ৰশাসন ব্যবস্থাকে আরও সবল করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। রবিবার শিলচর পুলিশ রিজার্ভে কেন্দ্রীয় ভাবে শিলচর, বড়খলা ও কাটিগড়ার পুলিশ ব্যারাকের শিলান্যাস অনুষ্ঠানে ডিআইজি দিলীপকুমার দে একথা জানান।

তিনি বলেন, এদিন অসমের ১০০টি পুলিশ ব্যারেকের মধ্যে মাজুলীর জেংরাইমুখ থেকে ৭২টি পুলিশ ব্যারাকের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রতিটি ব্যারাক অত্যাধুনিক ভাবে নির্মাণ করা হবে। ব্যারাকগুলো নির্মাণে দুই থেকে চার কোটি টাকা ব্যয় করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপকুমার পাল, কিশোর নাথ, অমরচান্দ জৈন, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বি এল মীনা প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার বিএল মীনা।