গুয়াহাটি, ২১ফেব্রুয়ারি : অসমের সার্বিক বিকাশে বৃহৎ শিল্পোদ্যোগ স্থাপনের ক্ষেত্রে জমির ন্যুনতম পরিমাণে বিশেষ রেহাই দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শনিবার প্রধানমন্ত্রী মোদির পৌরোহিত্যে নিতি আয়োগের ষষ্ট গভর্নিং কাউন্সিল-এর ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী রাজ্যে পর্যাপ্ত জমির অভাবের কথা বিবেচনা করে অসমে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে নিতি আয়োগ বিশেষ ছাড় দেওয়ার আর্জি জানান। তিনি তার দাবির সপক্ষে যুক্তি প্রদর্শন করে বলেন, অসমে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩৯৭ জন। যা জাতীয় হারের চেয়ে অনেক বেশি। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে সমহারে বৃহৎ উদ্যোগ স্থাপনে সক্ষম হতে নিতি আয়োগের বিশেষ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সর্বা।
আরো দেখুন : অমর একুশের ভাষা শহিদদের স্মরণ করল বাংলাদেশ