গুয়াহাটি, ১৫ মার্চ : ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই লড়ছে ৯২টি আসনে। বাকি ৩৪টি আসনে লড়ছে বিজেপির জোট শরিকরা। তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং দাবি করেন, অসমে বিজেপির পক্ষে ঝড় উঠেছে। গতবারের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তিনি আরও জানান, বিজেপি একাই ৯২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি আসনে শরিক দলগুলো লড়ছে।
তালিকা ঘোষণায় বিলম্বের কারণ হিসেবে বিজেপির এক সূত্র জানাচ্ছে, পূর্ব গুয়াহাটি, হাজো, পলাশবাড়ি এবং দিসপুর আসনে প্রার্থী বাছাই নিয়ে চরম জটিলতা দেখা দিয়েছিল। বিশেষ করে পূর্ব গুয়াহাটির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যকে নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এবার এই আসনে মুখ্যমন্ত্রী সোনোয়াল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শান্তনু ভড়ালিকে টিকিট দিতে চাইছিল রাজ্য নেতৃত্ব। কেন্দ্রের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সিদ্ধার্থ ভট্টাচার্যকে দল টিকিট দেয়। একই ভাবে, জটিলতার কারনে হাজো সহ বেশ কয়েকটি আসনে প্রার্থী ঠিক করতে কেন্দ্রের উপরে দ্বায়িত্ব সমঝে দেওয়া হয়। এবার ঠিক হয়েছিল যে, পলাশবাড়ি আসনে প্রণব কলিতা এবং দিসপুর আসনে অতুল বরাকে টিকিট দেওয়া হবে না। শেষ পর্যন্ত অতুল বরাকে টিকিট দেওয়া হলেও পলাশবাড়িতে নতুন মুখ হেমাঙ্গ ঠাকুরিয়াকে আনা হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীকে ফের ধর্মপুর থেকে প্রার্থী করা হয়েছে। এই দিনে চূড়ান্ত করা ১৭ জন প্রার্থী মূলত সিটিং গেটিং নীতি অবলম্বন করেই করা হয়েছে।##
আরো দেখুন : স্টার ক্যাম্পেনারদের জন্য বিশেষ আচরণ বিধি কমিশনের