রাজ্যে গরিয়া মুসলিমদের পৃথক জনগণনা শুরু
গুয়াহাটি, ১৮ এপ্রিল : বঙ্গভাষী অভিবাসী মুসলিম থেকে পৃথক পরিচয় দেখাতে অসমের আদি মুসলিমরা পৃথক জনগণনা শুরু করেছেন। জনগোষ্ঠী সমন্বয় পরিষদ, অসম (জেএসপিএ) নামের একটি সংস্থা অনলাইনে এই জনগণনার কাজ শুরু করেছে।
জেএসপিএ অসমের গরিয়া, মরিয়া ও দেশিদের অসমের আদি বাসিন্দা মুসলিম দাবি করে এই জনগণনার কাজ শুরু করেছে বলে দাবি করা হয়েছে। তাদের মতে, বঙ্গবাসী অভিবাসী মুসলিমদের থেকে তাদের পরিচয় পৃথক।
আরো দেখুন : স্বপ্নের মহাসড়ক দেড় বছরের মধ্যে সম্পূর্ণ হবে, দাবি রাজদীপের