বহু বিতৰ্কের অবসান ঘটল। অবশেষে রাজ্যে চিরতরে বন্ধ হয়ে গেল সরকারি মাদ্ৰাসা।
রাজ্যপালের স্বাক্ষরের পরই বন্ধ হল মাদ্ৰাসা।
এখন সব সরকারি মাদ্ৰাসা সাধারণ শিক্ষা প্ৰতিষ্ঠানে রুপান্তরিত হবে।
রাজ্যপালের স্বাক্ষরের পর বাতিল হল ১৯৯৫ এবং ২০১৮ সালের মাদ্ৰাসা শিক্ষা আইন।
রাজ্য সরকার জারি করেছে গেজেট নোটিফিকেশন।
আরো দেখুন : ভোট প্রস্তুতি, মনিপুর প্রশাসনের সঙ্গে বৈঠক কাছাড়ের ডিসি-এসপির