সম্পূৰ্ণ লকডাউন নয়। এবার সাপ্তাহিক লকডাউন ঘোষণা করল উত্তরপ্ৰদেশ সরকার। কেবল রবিবার রাজ্যে থাকবে সম্পূর্ণ লকডাউন। পাশাপাশি মাস্ক পরিধানের ক্ষেত্ৰেও কঠোর পদক্ষেপ করার নিৰ্দেশ জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। মাস্ক না লাগালে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
উত্তরপ্ৰদেশের প্রতিটি গ্রাম ও শহরে রবিবার সাপ্তাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার সংক্ৰমণ ক্ৰমাণ্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই লকডাউনের দিনে অত্যাবশ্যকীয় সামগ্ৰী ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ রাখার নিৰ্দেশ জারি করেছে উত্তরপ্ৰদেশ সরকার। সেদিন সর্বত্র ব্যাপক সেনিটাইজেশনের ব্যবস্থাও করা হবে। মাস্কের ক্ষেত্ৰে জারি করা নিৰ্দেশ অনুযায়ী প্ৰথমবার মাস্ক পরিধান না করা অবস্থায় পেলে ১০০০ টাকা জরিমানা, দ্বিতীয়বার বা তার পএ ধরা পড়লে দশগুণ অধিক জরিমানা আদায় করা হবে বলে নিৰ্দেশনামায় উল্লেখ করা হয়েছে।
আরো দেখুন : BREAKING : করোনা প্রকোপে বাতিল সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা, পিছাল দ্বাদশের পরীক্ষাও