লখনউ, ১৩ জানুয়ারিঃ লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটল। এক ১৯ বছরের তরুণীকে বিয়ের পর শাশুড়ির চাপে তাঁর স্বামী সহ পাঁচজনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হয়েছে। জানা গেছে, গাজিয়াবাদের সিহানী গেট এলাকায় মায়ের সঙ্গে থাকত নির্যাতিতা তরুণী। মা স্থানীয় একটি আবাসনে কাজ করেন। মুরাদনগরের এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে স্থির করেন ওই মহিলা। কিন্তু বিয়ের দিন অর্থাৎ গত বছরের ২০ ফেব্রুয়ারি নববধূ টের পান, তার বর বদলে গেছে! এরপরই জানা যায়, পাত্রের জায়গায় তার দাদা বিয়ের পিড়িতে বসে আছে। ব্যস! তরুণী বিয়েতে বেঁকে বসেন। অনেক বোঝানোর পর পাত্রী বিয়েতে রাজি হন। নাবালিকার অভিযোগ, বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী মদ্যপ। ফুলশয্যার রাতেও মদ্যপান করেছিল ওই তরুণীর স্বামী।
তরুণীর যন্ত্রণার এখানেই শেষ নয়। শ্বশুরবাড়িতে নিয়মিত অত্যাচার করা হত তাঁর উপর। এমনকি শাশুড়ি বাধ্য করত তার আরও চার ছেলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে। স্বামীকে বলেও কোনও সুরাহা হয়নি। বিয়ের দু’মাস পর কোনওমতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি চলে আসেন তরুণী। গাজিয়াবাদ জেলাশাসকের কাছে অভিযোগ জানান, শ্বশুর, শাশুড়ি সহ ৬ জনের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে সবাইকে গ্রেফতার করেছে।
আরো দেখুন : অবশেষে স্বস্তি ! সামগ্রীর দাম কমায় পাইকারি মুদ্রাস্ফীতি হ্রাস