শিলচর, ১০ জানুয়ারি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রবিবার বরাক উপত্যকার তিন জেলার উধারবন্দ, ধলাই, জয়পুর, বদরপুর ও হাইলাকান্দি থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এদিন মৈত্রী প্রকল্পে র অধীনে মুখ্যমন্ত্রী প্রথম উদ্বোধন করেন উধারবন্দ থানা ভবন। তারপর উধারবন্দ থেকে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন জয়পুর থানা ভবন। পরে ধলাই থানা উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন হাইলাকান্দি ও বদরপুর থানা ভবনের। থানা ভবনগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ডাঃ রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহিরকান্তি সোম সহ অসম পুলিশের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত উপস্থিত ছিলেন।
আরো দেখুন : বঙ্গোপসাগরে ২২ দিন পর ফিশিং বোট থেকে ১৮ জেলেকে উদ্ধার করল বাংলাদেশ নৌবাহিনী