24 C
Guwahati
Friday, March 24, 2023
More

    মোদিই করোনার ‘সুপার স্প্রেডার’, দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তার

    মোদিই করোনার ‘সুপার স্প্রেডার’, দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তার

    নয়াদিল্লি, ৩০ এপ্রিলঃ দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দায়ী। তিনিই সু্পার স্প্রেডার। প্রধানমন্ত্রীর দিকে এই অভিযোগের আঙুল তুললেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. নভজ্যোত দাহিয়া। তাঁর কথায়,  কোভিড  পরিস্থিতি  সামাল দিতে স্বাস্থ্যকর্মীরা যখন জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন, তখন বড়  বড় রাজনৈতিক জমায়েত করছেন প্রধানমন্ত্রী।

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরকম পরিস্থিতির মাঝেও পশ্চিমবঙ্গ সহ  পাঁচ রাজ্যে নির্বাচনী প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী। বিশাল বিশাল জমায়েত হয়েছে তাঁর সভা সমিতিতে। সেখান  থেকে  ব্যাপক  হারে  করোনা  সংক্রমণ হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এবার সেই অভিযোগ শোনা গেল খোদ IMA’র ভাইস প্রেসিডেন্টের গলাতেও। 

    তাঁর অভিযোগ, ‘করোনায় সুরক্ষাবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঝাঁপিয়ে পড়েছেন চিকিৎসকরা। অথচ কোনও রকম  দ্বিধা  না করে সমস্ত কোভিডবিধি ভেঙে রাজনৈতিক সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী।’ স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে  প্রধানমন্ত্রী  ‘ব্যর্থ’ হয়েছেন  বলেও অভিযোগ করেছেন IMA’র ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন,  ২০২০ সালে  দেশে যখন  প্রথম করোনা  আক্রান্তের হদিশ  মিলেছিল তখন প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানের ব্যস্ত ছিলেন। গত এক বছর ধরে দেশের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র। দেশে অক্সিজেনের সংকট নিয়েও কেন্দ্রীয় সরকারকে দুষেছেন আইএমএর ভাইস প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, অক্সিজেন  প্লান্ট তৈরির কাজও আটকে রয়েছে কেন্দ্রের অনুমতি না মেলায়। উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলা  নিয়ে প্রধানমন্ত্রী  ও কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক মহলের একাংশও।

    আরো দেখুন : ৪ বছরের শিশুর সঙ্গে যৌনাচারের অভিযোগে ধৃত প্রৌঢ়

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং