শিলচর, ৯ ফেব্রুয়ারি: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালালো এক বন্দি। সুবিনয় নমঃশূদ্র নামে বছর তিরিশের এই বন্দি হাসপাতালের বিছানা থেকে পালায় সোমবার।
২০২০-এর জুলাই মাস থেকে অপহরণের অভিযোগে ধৃত সুবিনয় শিলচর সেন্ট্রাল জেলে বন্দি ছিল। অসুস্থতার দরুন গত ৬ ফেব্রুয়ারি তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, হাতকড়া পরিয়ে বেডে রাখা হয়েছিল সুবিনয়কে। কোনওভাবে হাতকড়া খুলে সে পালিয়ে যায়।
এই ঘটনায় সে সময় তার প্রহরায় নিযুক্ত পুলিশকর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রহরারত পুলিশকর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে।
আরো দেখুন : ‘অসমীয়া ১৩৩৭ গ্রুপ’ পরিচয়ে ফের কলেজের ওয়েবসাইট হ্যাক