আইজল, ১ ডিসেম্বর : মিস ইন্ডিয়া-২০২০ শিরোপা পেলেন মিজোরামের চাম্পাই জেলার বাসিন্দা লালমুইয়ানসাঙ্গী ভার্তে। ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া-২০২০ প্রতিযোগিতায় ৩১তম রাজ্য হিসেবে মিজোরাম সুন্দরী বিজয়ীর মুকুট লাভ করেছেন। বাল্যকালে হৃদরোগের সমস্যায় ভুগেছেন লালমুইয়ানসাঙ্গী। এক সময় ডিসলেক্সিয়া রোগেও আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকায় শারীরিক বাধা নিজের লক্ষ্য থেকে সরাতে পারেনি। ফলে তিনি এই সাফল্য লাভ করেছেন। নিজের শারীরিক অক্ষমতা দূর করার জন্য তিনি বেশ কয়েক বছর কঠোর সংগ্রাম করেছেন।

তাঁর কথায়, একজন শিক্ষক তাঁকে স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহ জুগিয়েছেন। দিয়েছেন অনুপ্রেরণা। মিজোরাম সুন্দরী লালমুইয়ানসাঙ্গী্র লক্ষ্য শিক্ষক হওয়া। সমাজের অন্ধকার দূর করার জন্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চে তিনি নিজেই তাঁর লক্ষ্যের কথা জানিয়েছেন।